কাজল রায়, মাথাভাঙ্গা: ফুটপাথ দখলমুক্ত অভিযান কর্মসূচী চলাকালীন ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে পড়লেন মাথাভাঙ্গা পুর কর্তৃপক্ষ। শনিবার থেকে মাথাভাঙ্গা শহরে ফুটপাথ দখলমুক্ত অভিযান শুরু হয়। মাথাভাঙ্গা চৌপথি থেকে শনি মন্দির মোড় এদিন অভিযান চালানো হয়। এদিনের ফুটপাথ দখলমুক্ত অভিযান কর্মসূচীতে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা পুরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক, ভাইস চেয়ারম্যান চন্দন দাস, সমস্ত কাউন্সিলর সহ অন্যান্য পুর কর্মীরা। এছাড়া মাথাভাঙ্গা থানার পুলিশও উপস্থিত ছিল। এদিন ফুটপাথ দখলমুক্ত অভিযান শুরুর মুখে ওই এলাকার অনেক ব্যবসায়ী বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুর কর্মীদের সঙ্গে অনেক ব্যবসায়ীর বচসা বাধেও বলে জানা গিয়েছে। কিন্তু পুলিশ থাকায় অন্য কোন ঘটনা ঘটেনি। এই অভিযান চলতে থাকবে বলে জানা গিয়েছে।
MOST POPULAR
© All rights are reserved khaboria24