বিশ্বজিৎ মণ্ডল, মালদাঃ দীর্ঘ দিনের দাবী মেনে অবশেষে মালদার ইংলিশ বাজার ব্লকের নাগরিয়া কালিন্দ্রী নদীর উপর সেতু নির্মানের কাজের সূচনা হল সোমবার। আও ওই সেতু নির্মাণের আনুষ্ঠানিক সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবিন্দ্র নাথ ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদার জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান তথা বিধায়ক নীহার রঞ্জন ঘোষ, বিধায়ক সামিনা ইয়াসমিন, প্রাক্তন মন্ত্রী তথা মালদা জেলাপরিষদের মেন্টর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সাবিত্রী মিত্র সহ আরো অনেকে। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে ১১১.০৪ মিটার দীর্ঘ সেতুর জন্য ৯ কোটি ৭০ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
MOST POPULAR
© All rights are reserved khaboria24