Be Well

সাজতে ভালোবাসেন, আরও সুন্দর দেখাবে কীভাবে ? জানতে অবশ্যই দেখুন

ওয়েব ডেস্ক, ২২ সেপ্টেম্বরঃ সাজতে ভালবাসেন না এমন মহিলা কমই আছে। এই সাজগোজ শুধু পোশাক পরিচ্ছদেই সীমাবদ্ধ নয়। নিজের মুখ কীভাবে আরও সুন্দর করা যায় তা নিয়েও ভাবনার শেষ নেই মহিলাদের। যেকোনও বয়সের মহিলারাই কমবেশি মেকআপ করতে ভালবাসেন।  মেকআপ শুধু যে খুঁত ঢেকে দেয়, এমন কিন্তু নয়। অনেক ক্ষেত্রেই মেকআপের ব্যবহার বদলে দেয় আসল চেহারাটাই। কিন্তু, মেকআপেরও কিছু নিয়ম আছে। বয়সের সঙ্গে সঙ্গে তার বদল ঘটে। কীভাবে নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলবেন, জেনে নিন-

আপনার বয়স যদি ২০ বা তার বেশি হয়। সেই ক্ষেত্রেঃ

আপনার ত্বকের সঙ্গে মানানসই এমন ভালো ক্লিনজার দিয়ে মুখ পরিস্কার করুন। তারপর লাগিয়ে নিন ময়েশ্চরাইজ। হাল্কা বা মাঝারি করে ফাউণ্ডেশন লাগান। মাসকারা লাগানোর পর আইল্যাশ কার্ল করে নিন। চোখ বড় বড় দেখাবে। আইশ্যাডোর ক্ষেত্রে গাঢ় রঙের ব্যবহার করতে পারেন।

আপনার বয়স যদি ৩০ বা তার বেশি হয়। সেই ক্ষেত্রেঃ

আপনার ত্বকের সঙ্গে মানান সই এমন ভালো ময়েশ্চরাইজ একাধিকবার ব্যবহার করুন। ত্বকের দাগ, ছোপ ও কালোভাব ঢাকতে চোখের নিচে মোটা করে কনসিল লাগিয়ে নিন। হালকা সোনালি বা ব্রোঞ্জ রঙের আইশ্যাডো ব্যবহার করুন। লিপস্টিকের ক্ষেত্রে বেছে নিন লাল, কমলা বা পার্পল রঙের শেড।

আমাদের খবর টেলিগ্রামে পেতে ক্লিক করুন নীচের লিঙ্কে:  http://t.me/khaboria24
হোয়াটস্যাপে আমাদের সাথে যুক্ত হতে এই লিংকে ক্লিক করুন:  http://bit.ly/2DpZN6l

ফেসবুকে আমাদের সাথে যুক্ত হতে এই লিংকে ক্লিক করে লাইক করুন: https://www.facebook.com/khaboria24/