বাণেশ্বর (কোচবিহার), ১৩ আগস্টঃ কোচবিহার ২ নং ব্লকের বাণেশ্বর জেলার মানুষের কাছে খুবই পরিচিত। এখানেই আছে বাণেশ্বর শিব মন্দির। কোচবিহার ও পার্শ্ববর্তী জেলা থেকে পুণ্যার্থী ও পর্যটকরা আসেন এই মন্দিরে। শ্রাবণ মাস ধরে এখানে পুজো দেওয়ার জন্য ভক্তদের ঢল নামে। আর এই মন্দিরের পাশেই রয়েছে শিব দিঘি। যেখানে দেখা যায় ‘মোহনদের’। শিব দিঘির কচ্ছপদের মোহন বলা হয়। তার মধ্যে অনেক মোহন আছে যার বয়স আমার আপনার বয়সের দ্বিগুণ বা তিনগুন। বাণেশ্বর সংলগ্ন এলাকাতেও বিভিন্ন পুকুর বা ডোবাতেও মোহনদের দেখা যায়।
MOST POPULAR
© All rights are reserved khaboria24