চন্দন দাস, কোচবিহারঃ আর এক সপ্তাহ পরে রথ যাত্রা। কোচবিহার শহরের গুঞ্জবাড়ি ডাংরাই মন্দিরে এখন তারই প্রস্তুতি চলছে। শুরু হয়ে গিয়েছে রথ রং করার কাজ। রথে কোন সমস্যা আছে কিনা তাও ভালোভাবে দেখে নেওয়া হচ্ছে। ১৩ জুলাই রথ যাত্রার আগের দিন এই রথ কোচবিহারের মদন মোহন মন্দিরে চলে আসবে। সেই সঙ্গে ওই দিন সন্ধ্যা আরতির পর ডাংরাই ও রাজমাতা মন্দিরের রাধা গোবিন্দ ও অন্যান্য বিগ্রহ মদন মোহন মন্দিরে চলে আসবে। পরের দিন মদন মোহন ও অন্যান্য বিগ্রহ রথে চেপে ডাংরাই মন্দিরে যাবে। ডাংরাই মন্দিরে এই সব দেব দেবী সাতদিন থাকবে। তারপর উল্টো রথেরদিন সকল দেব দেবীর বিগ্রহ আবার মদন মোহন মন্দিরে নিয়ে আসা হবে। রাজ আমলে হাতি এই রথ টানত বলে জানা গিয়েছে।
MOST POPULAR
© All rights are reserved khaboria24