ওয়েব ডেস্ক, ৬ নভেম্বরঃ বিজেপির রথযাত্রার আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আজ দিনভর শুনানির পর আইন-শৃঙ্খলা প্রশ্নেই বিজেপির আবেদন খারিজ করল আদালত। কোচবিহার জেলা প্রশাসনের অনুমতি না পাওয়ায় রথযাত্রার জন্য বুধবারই হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। আজ আদালতে রথযাত্রার বিরোধিতা করে কোচবিহার জেলা পুলিশের এই রিপোর্টকেই আদালতে পেশ করলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। গোরক্ষার নামে অন্য সম্প্রদায়ের উপর হামলা চালিয়ে অশান্তি-গন্ডগোল বাধানোর ছক তৈরি করা হচ্ছে কোচবিহারে। আর সে কারণেই এই মুহূর্তে বিজেপির রথযাত্রার অনুমতি দিতে পারছে না প্রশাসন।
MOST POPULAR
HOT NEWS
© All rights are reserved khaboria24