ওয়েব ডেস্ক: যেখানে মানুষ নিজের রাজনৈতিক বিচারধারা নিয়ে চলতে পারছে না। বিজিপি করার জন্য কাউকে খুন করা হচ্ছে, কারোর মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে যেভাবে রাজনৈতিক হিংসা চলছে এরকম নির্মম অত্যাচার সারা বিশ্বে কোথাও দেখা যায় না।” এক সাংবাদিক সম্মেলন করে এমনই আভিযোগ করেন বিজিপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি আরও বলেন “এটা কি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ? এটা কি স্বামী বিবেকানন্দের বাংলা ? মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের হাতে আক্রান্ত কর্মী ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। সেখানেই তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন তিনি ।