Be Well

অসুস্থ বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল

বীরভূম, ১৭ আগস্টঃ অসুস্থ বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন তার স্বাস্থ্যের অবনতি ঘটায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছে কলকাতার এসএসকেএমে ৷ ইতিমধ্যে তাঁর জন্য তৈরি হয়েছে ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পেটে ব্যথা ও রক্তচাপের সমস্যা বৃদ্ধি পেয়েছে বীরভূমের ওই দাপুটে নেতার। ডায়াবেটিসেরও সমস্যা রয়েছে তাঁর ৷ আপাতত চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন তিনি ৷ অন্যদিকে প্রিয় নেতার স্বাস্থ্যের খবর নিতে হাসপাতালে ভিড় জমাতে শুরু করেছেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

আমাদের খবর টেলিগ্রামে পেতে ক্লিক করুন নীচের লিঙ্কে:  http://t.me/khaboria24
হোয়াটস্যাপে আমাদের সাথে যুক্ত হতে এই লিংকে ক্লিক করুন:  http://bit.ly/2DpZN6l

ফেসবুকে আমাদের সাথে যুক্ত হতে এই লিংকে ক্লিক করে লাইক করুন: https://www.facebook.com/khaboria24/