Be Well

যুবকদের দলে টানতে এবার ফুটবলকে হাতিয়ার করলো বিজেপি

কুচবিহার, ৯ সেপ্টেম্বরঃ যুবকদের দলে টানতে এবার ফুটবলকে হাতিয়ার করল বিজেপি। আজ কুচবিহার এমজেএন স্টেডিয়ামে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে বিজেপির যুব সংগঠন যুবমোর্চা।পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের স্মৃতিতে ওই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির কুচবিহার জেলা সভাপতি নিখিলরঞ্জন দে সহ বেশ কয়েকজন নেতৃত্ব। নিখিলরঞ্জন দে বলেন, “পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের স্মৃতি কে সামনে রেখে যুব সমাজকে দেশ গড়ার কাজে এগিয়ে আসার জন্য দেশ জুড়ে এধরনের প্রতিযোগিতা মূলক খেলাধুলার ব্যবস্থা করা হচ্ছে।”

আমাদের খবর টেলিগ্রামে পেতে ক্লিক করুন নীচের লিঙ্কে:  http://t.me/khaboria24
হোয়াটস্যাপে আমাদের সাথে যুক্ত হতে এই লিংকে ক্লিক করুন:  https://goo.gl/MF2taz