Be Well

ফিফা র‌্যাঙ্কিংয়ে একধাপ এগল ভারত

ওয়েব ডেস্ক, ১৭ অগস্টঃ ফিফা র‌্যাঙ্কিংয়ে তালিকায় একধাপ এগল ভারত। বৃহস্পতিবার প্রকাশিত হয় ওই ক্রম তালিকা। সেই তালিকায়  ভারতীয় দল জর্জিয়ার সঙ্গে যুগ্মভাবে ৯৬তম স্থানে রয়েছে। পূর্ব প্রকাশিত তালিকায় ৯৭তম স্থানে ছিলেন সুনীল ছেত্রী-গুরপ্রীত সিং সান্ধুরা।

আরও জানা গিয়েছে, বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স এই মুহূর্তে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে রয়েছে। তাদের পয়েন্ট ১৭২৬। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে বেলজিয়াম (১৭২৩) ও ব্রাজিল (১৬৫৭)। এছাড়া প্রথম দশে থাকা বাকি দলগুলি হল যথাক্রমে ক্রোয়েশিয়া, উরুগুয়ে, ইংল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড, স্পেন ও ডেনমার্ক। লিও মেসির আর্জেন্তিনা একাদশ স্থানে রয়েছে। ১৪ ধাপ নেমে জার্মানি এই মুহূর্তে ১৫তম স্থানে।

আমাদের খবর টেলিগ্রামে পেতে ক্লিক করুন নীচের লিঙ্কে:  http://t.me/khaboria24
হোয়াটস্যাপে আমাদের সাথে যুক্ত হতে এই লিংকে ক্লিক করুন:  http://bit.ly/2DpZN6l

ফেসবুকে আমাদের সাথে যুক্ত হতে এই লিংকে ক্লিক করে লাইক করুন: https://www.facebook.com/khaboria24/