Be Well

প্রয়াত হলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক অজিত ওয়াদেকর

ওয়েবডেস্ক, ১৫ আগস্ট: প্রয়াত হলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক অজিত ওয়াদেকর৷ বুধবার মুম্বইয়ের জসলোক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি৷ মৃতু কালে তার বয়েস হয়েছিল ৭৭ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি৷ তাঁর মৃ্ত্যুতে ক্রীড়াজগতে নেমে এসেছ শোকের ছায়া ।

১৯৫৮-৫৯ মরশুমে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর৷ কিন্তু জাতীয় দলে সুযোগ পেতে আরও আট বছর অপেক্ষা করতে হয়েছিল ওয়াদেকরকে৷ বাঁ-হাতি এই বিধ্বংসী ব্যাটসম্যান পরবর্তীতে জাতীয় দলকে নেতৃত্বও দিয়েছেন৷ ১৯৭১ সালে তাঁর অধিনায়কত্বে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারতীয় দল৷ পরে টিম ইন্ডিয়ার কোচ হিসেবেও দুর্দান্ত সাফল্য পেয়েছিলেন ওয়াদেকর।

আমাদের খবর টেলিগ্রামে পেতে ক্লিক করুন নীচের লিঙ্কে:  http://t.me/khaboria24
হোয়াটস্যাপে আমাদের সাথে যুক্ত হতে এই লিংকে ক্লিক করুন:  http://bit.ly/2DpZN6l

ফেসবুকে আমাদের সাথে যুক্ত হতে এই লিংকে ক্লিক করে লাইক করুন: https://www.facebook.com/khaboria24/