Be Well

বাঙালি প্রথা মেনে বাওয়ালি রাজবাড়িতে আজ রাজ-শুভশ্রীর বিয়ে

ওয়েব ডেস্ক, ১১ মেঃ সব নিয়ম মেনে বিয়ে করবেন, আগেই বলেছিলেন। সেই মতোই আইবুড়োভাতের পর আলতা পড়লেন অভিনেত্রী শুভশ্রী। জানা গিয়েছে,  মূল বিয়ের অনুষ্ঠানের আগে থাকছে সঙ্গীত এবং মেহেন্দির অনুষ্ঠান। আলতা পরার ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শুভশ্রী। ইতিমধ্যেই দুই পরিবারের আত্মীয়, বন্ধুরা পৌঁছে গিয়েছেন। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই সাতপাকে বাঁধা পড়বেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

দক্ষিণ ২৪ পরগনার বাওয়ালি রাজবাড়িতে বসবে রাজ-শুভশ্রীর বিয়ের আসর। যদিও বিয়ের আগে থেকেই ককটেল পার্টি দিয়ে শুরু হয় সেলিব্রেশন। এরপর আইবুড়ো ভাত, মেহেন্দি, মেহেন্দি পার্টি, গায়ে হলুদ, সবকিছুতেই দেখা পাওয়া যায় উচ্ছ্বল শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। রাজকেও দেখা যায় হাসি মুখে।

আমাদের খবর টেলিগ্রামে পেতে ক্লিক করুন নীচের লিঙ্কে:  http://t.me/khaboria24
হোয়াটস্যাপে আমাদের সাথে যুক্ত হতে এই লিংকে ক্লিক করুন:  http://bit.ly/2DpZN6l

ফেসবুকে আমাদের সাথে যুক্ত হতে এই লিংকে ক্লিক করে লাইক করুন: https://www.facebook.com/khaboria24/