Be Well

শিলিগুড়ি, ১২ সেপ্টেম্বরঃ সর্বদলীয় বৈঠক ভালো হয়েছে। আজ উত্তরকন্যায় সর্বদলীয় বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ে শান্তি চায় রাজ্য সরকার। তবে আপাতত ত্রিপাক্ষিক বৈঠক সম্ভব নয়। পরবর্তী বৈঠকে এনিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পাহাড়ে নাশকতার উচ্চপর্যায়ের তদন্ত হবে বলেও জানিয়েছেন তিনি।
এদিন বৈঠকে গোর্খা জনমুক্তি মোর্চার তরফে উপস্থিত চিলেন বিনয় তামাং, অনিত থাপা গোষ্ঠীর সদস্যরা। এছাড়া ছিলেন জিএনএলএফ-এর কয়েকজন এবিজিএলের ভারতী তামাং বিধায়ক হড়কা বাহাদুর ছেত্রী, গত ২৯ অগাস্ট নবান্নে পাহাড় ইস্যুতে প্রথম পর্বের বৈঠক হয়। সেখানেই আজকে দ্বিতীয় পর্বের বৈঠকে কথা ঘোষণা করা হয়। এদিন মুখ্যমন্ত্রী পাহাড় ভাগ না হতে দেওয়ার কথা স্পষ্ট জানিয়ে দেন। পরবর্তী বৈঠক ১৬ অক্টোবর নবান্নে হবে বলেও এদিন জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

আমাদের খবর টেলিগ্রামে পেতে ক্লিক করুন নীচের লিঙ্কে:  http://t.me/khaboria24
হোয়াটস্যাপে আমাদের সাথে যুক্ত হতে এই লিংকে ক্লিক করুন:  https://goo.gl/MF2taz