ওয়েব ডেস্ক; ফের আন্তর্জাতিক ক্রিকেটের সূচনা হতে চলেছে পাকিস্তানের মাটিতে। ২০০৯-এ লাহৌরে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসবাদী হামলার পর এই প্রথম কোনও হাই-প্রোফাইল সিরিজ হচ্ছে পাকিস্তানে। ২০০৯ এর ঘটনার পর প্রায় সব দলই পাকিস্তান সফর এড়িয়েছে। বিশ্ব একাদশ বনাম পাকিস্তান টি-২০ ম্যাচ দিয়েই এর সূচনা হচ্ছে বলে মত প্রকাশ পাকিস্তানের ক্রিকেটারদের। সেই ম্যাচ খেলতে আজ লাহৌরে পৌঁছল বিশ্ব একাদশ। যার নেতৃত্বে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ফাফ দু প্লেসি। এরপর থেকে আরও বেশি দল পাকিস্তানে ক্রিকেট খেলবে বলে আশা প্রকাশ করেছেন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। পাকিস্তান ও বিশ্ব একাদশ তিনটি ম্যাচ খেলবে। এই সিরিজকে আন্তর্জাতিক মর্যাদা দিয়েছেন আইসিসি।