Be Well

ট্রেন্ট ব্রিজে কোহলি-রাহানের যুগলবন্দি, ৩০৭ রান ভারতের

ওয়েব ডেস্ক, ১৯ অগস্টঃ বিরাট কোহলি, অজিঙ্কা রাহানের যুগলবন্দিতে ট্রেন্ট ব্রিজ টেস্টের প্রথম দিনে যথেষ্ট স্বস্তিতে ‘টিম ইন্ডিয়া’। চতুর্থ উইকেটে কোহলি-রাহানে জুটি যোগ করেন ১৫৯ রান। যার ওপর ভর করে বড় স্কোর খাড়া করার সুযোগ তৈরি করে ভারত।

কিন্তু অজিঙ্কা রাহানে ৮১ ও বিরাট কোহলি ৯৭ রানে আউট হওয়ার পর ইংল্যান্ড ফের ম্যাচে ফিরে আসে। শেষ পাওয়া খবরে ‘টিম ইন্ডিয়া ৮৭ ওভারে ৬ উইকেটে তুলেছে ৩০৭ রান।  অভিষেক টেস্ট খেলতে নামা ঋষভ পন্থ (২২) ক্রিজে রয়েছেন।

আমাদের খবর টেলিগ্রামে পেতে ক্লিক করুন নীচের লিঙ্কে:  http://t.me/khaboria24
হোয়াটস্যাপে আমাদের সাথে যুক্ত হতে এই লিংকে ক্লিক করুন:  http://bit.ly/2DpZN6l

ফেসবুকে আমাদের সাথে যুক্ত হতে এই লিংকে ক্লিক করে লাইক করুন: https://www.facebook.com/khaboria24/