Be Well

দেশ গোল করলে প্রকাশ্যে নিজের বক্ষবন্ধনী খুলবেন ইনি

ওয়েব ডেস্ক, ১৮জুনঃ দেশকে বিশ্বজয় করতে হবেনা, কাপের দরকার নেই।  করতে হবে শুধু গোল।আর তা করলেই প্রকাশ্যে নিজের বক্ষবন্ধনী খুলে ফেলবেন। কথা দিয়েছেন নিশু কাউটি। কে ইনি? ইনি পেরুর সুপার মডেল, দেশের গোটা ফুটবল দলেরই বান্ধবী। এমনকী নেমারের সঙ্গেও এক ফ্রেমে দেখা যায় তাঁকে। নিজের দেশের বিশ্বকাপারদের তাঁর খোলামেলা প্রস্তাব, গোল করো আর আমাকে দেখো!

প্রত্যেক বছর বিশ্বকাপের সময় ঘটে এরকম ঘটনা। তবে নিশু প্রথম নন। এর আগেও ঘটেছে এমন ঘটনা। বিশ্বকাপের সময়েই এমন বিচিত্র সব ঘোষণায় প্রচারের আলো কাড়তে আসরে নামেন অনেক ডাকসাইটে সুন্দরী। কেউ কেউ দেন কঠিন শর্ত।  যেমন সাত বছর আগে ভারতে বিশ্বকাপ ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির দল চ্যাম্পিয়ন হলে প্রকাশ্যে নগ্ন হওয়ার ঘোষণা করেছিলেন মডেল পুণম পাণ্ডে। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের সময় হল্যান্ডের এক পর্নস্টার, দেশ চ্যাম্পিয়ন হলে প্রত্যেক ফুটবলারের সঙ্গে যৌনমিলনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। নেদারল্যান্ডস অবশ্য চ্যাম্পিয়ন হয়নি।

কলকাতার একটি  সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে, নিশু কাউটি অবশ্য কঠিন শর্ত দেননি। দ্য সান-সহ বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী— নিশু বলে দিয়েছেন, ‘আমার বিশ্বকাপের দরকার নেই। এমনকী, সেমিফাইনালে যাওয়ারও প্রয়োজন নেই। গ্রুপ পর্ব টপকাতেও হবে না। চাই শুধু গোল।’ পেরুর যে কেউ গোল করলেই হবে। আর তা হলেই তিনি হাওয়ায় ওড়াবেন পোশাক।

আমাদের খবর টেলিগ্রামে পেতে ক্লিক করুন নীচের লিঙ্কে:  http://t.me/khaboria24
হোয়াটস্যাপে আমাদের সাথে যুক্ত হতে এই লিংকে ক্লিক করুন:  https://goo.gl/MF2taz