খড়গপুর, ৬ সেপ্টেম্বরঃ খড়গপুরে শালুয়ায় রাজ্য পুলিশের ট্রেনিং সেন্টার চলাকালিন এক যুবকের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ট্রেনিংয়ে অত্যধিক পরিশ্রমকেই দায়ী করেছেন ওই যুবকের পরিবারের লোকজন। গতকাল ঝাড়গ্রাম ট্রেনিং ক্যাম্পে যে পুলিশ কর্মীর মৃত্যু হয় অশোকনগরের কাঁকপুলের বাসিন্দা বীজু পালের। জানা গিয়েছে, প্রশিক্ষণের সময় দৌড়তে গিয়ে হঠাতেই বমি করতে শুরু করেন বীজু। প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতাল ও পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।